মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

উদ্দেশ্যহীন যাত্রা এবং অতঃপর...!

অনেক দিন লিখতে বসিনা আমি। লেখার খেইটাই হারিয়ে ফেলেছি আজকাল। সবকিছুতেই কেমন যেন একটা অনীহা এসে ভর করে, ইচ্ছে করলেও তার থেকে বেরিয়ে আসতে পারিনা, শত চেষ্টাতেও না। জীবনে চলার পথে অনেক বাঁধা আসে এটাই নাকি নিয়ম, আমিও সেই নিয়ম মেনেই বুড়ি হয়ে গেলাম কিন্তু সেই বাঁধার ওপারে কি আছে তার সন্ধান যে আজও পেলামনা।! একটা সময় ছিল সব ভাল লাগত যা ভাল লাগার নয় তাও, তখন কারনে অকারনে অনেক স্বপ্ন বুনতাম, অনেক কিছুই ভাবতাম, বাস্তবায়নও করতাম সেই ভাবনাগুলো আর এখন? হাহাহাহা... আরে এখন তো ভাবতেই ভুলে গেছি...! জীবনের সেই ছন্দে চলার তারটা কে যেন কেটে দিয়েছে আনমনে... আনমনে নাকি সযতনে? জানিনা...! এখন মনে হয় আমি নিজেকেই সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছি শুধু পড়াশুনা ছাড়া। নিজের কাছে কখনও জানতে চাইনি আমি ঠিক কি চাই? সেটা কি কেবলই দায়িত্ব আর কর্তব্যের ধূম্রজালে আটকে পরে? নাকি নিজের প্রতিই ছিল আমার চরম অবহেলা আর অসচেতনতা? কি জানি হবে হয়ত কিছু একটা...! কথাগুলোতে কি খুব বেশি হতাশার সুর বাঁজছে? নাহ আমি হতাশ নই...আমি হতাশ হতে জানিনা... সবার জীবন একরকম হবে এমন কোন কথা নেই...! আমি বিশ্বাস করি এখনও আমার জন্য ঠিক যতটুকু বরাদ্দ আমি ততটুকুই পাবো তার বেশিতো কিছুতেই নয়...সে জন্যই আমি হতাশ নই...তবে জীবনে একটা পজিশন থাকা চাই সেটা ছোট হোক অথবা বড়...! তাহলে অন্ততঃ নিজে একটু স্বস্তি পাওয়া যায় নিজের কাছে! সব কিছুর পরও আমি ভাল থাকি কিভাবে জানিনা...শত অবহেলা আর অপমান নিয়েও বেঁচে থাকি... বেঁচে থাকার প্রতি মানুষের কি চরম লোভ তাইনা? আমিও সেই লোভ সামলাতে পারিনা... তাই বেঁচে থাকি...ভালো থাকি...যতদিন থাকা যায় নিজের মত করে...! মানুষ আসলে নিজের জন্যই বেঁচে থাকে... কেউ যেমন কারো হতে পারেনা আবার কেউ কারো জন্যে বেঁচেও থাকেনা...! নিজের প্রয়োজনেই মানুষ অন্যকে ভালবাসার ভনিতা করে...আর বলে তোমাকে ভালবাসি...হাহাহাহাহা...কি হাস্যকর আর কি ভয়ানক মিথ্যে...! ভালবাসা নিয়ে ২টা সত্যি আবিস্কার করেছি আমি... 1. I love u bcz i need u... 2. u love me bcz im capable to meet ur needs...! আমি এটা নিয়ে কোন বিতর্কে যাবনা... মতবিরোধ থাকতে পারে তবে আমি এটা বিশ্বাস করি মনে প্রানে...! কি লিখতে গিয়ে কি লিখছি...যাই হোক জীবন যেখানে যেমন... যে যেভাবে পারো জীবনের সাথে কোপ আপ করো...! আর কোন ওয়ে নেই...! তবে উদ্দেশ্যহীন ভাবে নয়...আগে গন্তব্য ঠিক করে তারপর বেরিয়ে পরতে হবে... আল্লাহ ভরসা...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন