মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

যা ভাবে মন...!

আজ ১লা ভাদ্র, প্রিয় ঋতু শরৎ এর প্রথম দিন। অনেক কিছু ভেবে রেখেছিলাম আজকের দিনটাকে ঘিরে। ভেবেছিলাম আজকের আকাশটা মেঘমুক্ত থাকবে...একঝাঁক গাংচিলকে উড়ে যেতে দেখব আমার জানালার পাশ ঘেঁষে, নির্মল সূর্‍যালোকে আলোকিত থাকবে চারপাশ, মৃদু হাওয়া এসে দোলা দিবে মনে, সত্যি ভেবেছিলাম আজকের দিনটা সম্পূর্ন অন্য রকম হবে...নাহ হলোনা...আজ ঘুম ভেঙ্গেছে ঝুম বৃষ্টির রিনিঝিনি শব্দে। আজ ১লা ভাদ্র, প্রিয় ঋতু শরৎ এর প্রথম দিন...কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে আজ বরষার প্রথম দিন.. :(।

একটা কিছু শুরু করতে গিয়ে আটকে গেলাম। তাঁর মানে কিন্তু এইনা যে থেমে গেলাম আমি। যেহেতু ভেবেছি একটা কাজ শুরু করব সেইহেতু তা শুরু করবই ইনশাল্লাহ, পরিবেশ যতই প্রতিকূলে থাকুক না কেন...! কারণ ভয়ে ভয়ে এতটা পথ পাড়ি দিয়ে ফেলেছি যেহেতূ এখন আর কিসের ভয়? কিছু একটা শুরু করলেই তা দাঁড়িয়ে যায় সেটা যত ক্ষুদ্রই হোকনা কেন। তাই যে কোন কাজ শুরু করাটাই গুরুত্বপুর্ন সেটা ছোট করে না বড় করে সেটা দেখার বিষয় না।

আমি মনে করি উদ্দ্যেশ্য যদি সৎ থাকে তাহলে সফলতা আসবেই আসবে সেটা আজ অথবা কাল, আর তা আসতে বাধ্য তাঁর জন্য চাই সৎ সাহস, আল্লাহর প্রতি তথা নিজের প্রতি দৃঢ় আস্থা, অবিচল থাকার মানসিকতা আর চাই অঢেল ধৈর্‍য্যশক্তি ব্যাস সফলতা তখন হাতের মুঠোয়। কিছু মানুষ আছে যারা ভয়ে কুঁকড়ে থাকে সবসময়, নিজের ইচ্ছে অনিচ্ছে গুলো কখনো প্রকাশ করার মত সৎ সাহস নেই তাঁদের। বড্ড মায়া হয় আমার তাঁদের জন্যে, কাপূরুষোচিত জীবনযাপনের চাইতে অস্বস্তি আর কি হতে পারে? আমার কেবলি মনে হয় অমেরুদন্ডী প্রাণী কেঁচো আর তাঁদের মধ্যে কোন তফাৎ নেই। মানুষ হয়ে কেঁচোর মত জীবনযাপন কতটা আনন্দের আমার তা বোধগম্য নয়।

আর তাই আমি মানুষের মত বাঁচতে চাই, মাথা উঁচু করে নিজের যোগ্যতায় নিজেকে মেলে ধরতে চাই, প্রমাণ করতে চাই আমিও মানুষ, চেষ্টা করলে আমিও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজের জন্য, দেশের জন্য উদাহরন হতে পারি, নিজেকে সম্মান করতে পারি মানুষ ভেবে। শুধু কথায় নয় কাজে বড় হতে চাই, কাজ দিয়েই নিজেকে প্রমাণ করতে চাই, ক্রিয়েটিভ কিছু করতে চাই যার মধ্যে নিজের মেধা আর মননের মিশেল থাকবে, যে কাজটা করে অনাবিল আনন্দ আর তৃপ্তিতে ভরে উঠবে মনটা।

মানুষ তো কত কিছুই ভাবে, কত কিছুই স্বপ্ন দেখে কিন্তু আমার এই গুলো স্রেফ স্বপ্ন নয় আর আমি চাইনা আমার এই স্বপ্ন গুলো কেবলি স্বপ্নই থেকে যাক। আল্লাহর উপর ভরসা করেই আমি পাড়ি দিব সেই বন্ধুর পথ ইনশাল্লাহ। আল্লাহ ভরসা...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন