রবিবার, ১৪ আগস্ট, ২০১১

সমাপ্তি মানে থেমে যাওয়া নয়...!

অনেক অস্থিরতার মধ্যেও আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছি এটা ভাবতেই ভালো লাগছে। নিজের মনের বিরুদ্ধে চলতে চলতে হাঁপিয়ে গিয়েছিলাম সত্যি। অবশেষে আমি মুক্ত, আমার অস্বস্তি থেকে আমাকে মুক্ত করতে পেরেছি এ আমার অনেক বড় জয়। আর আমিতো একদিন সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আরোহন করবই করব ইনশাআল্লাহ।

চাকরিটা ছেড়েই দিলাম অবশেষে। আর পারছিলামনা...শরীর মন দুটুই বেঁকে বসেছিল তাই আর পেরে উঠিনি। চারপাশে হতাশার বেড়াজাল তার মাঝেও নতুন স্বপ্নের বীজ বোনা হাস্যকর হলেও সত্যি। একটা কিছুর শেষ মানেই অন্য নতুন কিছুর শুরু। আর তাই আমিও একটা অধ্যায় শেষ করে হাত পা গুটিয়ে বসে থাকতে চাইনা। তাই যেখানটাই শেষ করেছি একটা অধ্যায় ঠিক সেইখান থেকেই শুরু করতে চাই আর একটা নতুন অধ্যায়ের, নতুন রুপে নতুন আর একটা গল্পের শুরু হোক, হোক নতুন স্বপ্নের বীজ বপন...!

সততা আর শুদ্ধতায় মিলে মিশে একাকার হয়ে যাক সামনের দিনগুলো। এছাড়া আর কিছুই চাওয়ার নেয় প্রভুর কাছে। আর তা করতে গিয়ে আমি যেন আস্থা হারিয়ে না ফেলি, আমি যেন পথ হারিয়ে না ফেলি। আমাকে যে একা একা অনেকটা পথ পারি দিতে হবে। আর যত বন্ধুর'ই হোকনা সে পথ আমি তা পারি দেবই দেব ইনশাল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন