রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

আসবে আলো একদিন...!!!

একদা আমার ইচ্ছে হলো খুব
একটুকরো আলো ছুঁবো আমি,
অন্ধকার হাতরিয়ে খুঁজে খুঁজে
আলোর খুব কাছে এলাম আমি,
স্বস্তির নিঃস্বাস ফেলে মুচকি হেসে
বললাম আলো’কে...
“এইবার কোথায় পালাবে বাছা?”
আলো তখন খিলখিলিয়ে হেসে
উঠল আমার কথা শুনে,
ওর হাসি দেখে আমিও হেসেই খুন।
হাসতে হাসতে চোখ দুটি জলে ভরে গেল,
এই এক বদ-অভ্যাস আছে আমার,
বেশি হাসলে জলে ভরে যায় দু-চোখ।
যাই হোক,চোখ দুটো মুছে যেই'না আমি
আলো’কে ছোঁয়ার জন্য হাত বাড়ালাম...
যাক বাবা সেইখানে তো ঘুটঘুটে আঁধার
ছাড়া আর কিছুই নেই।।

আবারও আলো আমায় ফাঁকি দিল।
আর তাই লুফে নিলাম আঁধারটাকে’ই,
কারণ একটাই, শূন্য হাতে ফিরব বলে তো
আর হাত বাড়ায়নি আমি।
আগে তো কিছু একটা আঁকড়ে ধরতে শিখি,
সেটা আঁধার হলেই’বা মন্দ কি?
আঁধার শেষেই তো মিলবে আলো’র দেখা,
গুনীজনেরা তো তাই বলে আর মেনেও চলে।
আমিতো খুব সাধারন একজন মানুষ,
আমার তো তা’ মেনে নিতে কোন
সমস্যা নেই, তাই আমিও মেনে নিলাম,
আঁধারের পর আলো আসবে...
সেই আশাতেই পথ চেয়ে রইলাম !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন