কদিন ধরে মনটা খুব অস্থির, আর মাথাটাও বেশ এলোমেলো হয়ে আছে। সবকিছুই কেমন যেন উল্টা আর পাল্টা, পাল্টা আর উল্টা। নতুন কোনকিছুই এখন আর আগের মত টানেনা আমায়, নতুন সুর, নতুন লয়, নতুন ছন্দ সব কেমন যেন পানসে লাগে আজকাল। কিছু কথা গুছিয়ে রাখি সারাদিন, ভাবি রাত নিঝুম হলে চাঁদটা আরো মায়াবী হলে নিবিড় নির্জনতায় বসে বসে কম্পোজ করব। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে রাজ্যের ক্লান্তিরা সব দল বেঁধে উড়ে এসে যেন জুড়ে বসে, আমি নিরুপায় হয়ে তাঁদের কাছে করি আত্তসমর্পন । খেই হারানো সুরটাকে খুঁজে পেয়ে অনেক কষ্টে গুন গুন করে গান বাঁধি কিন্তু গলা ছেড়ে গাইতে গিয়ে দেখি সুরটা কেমন যেন বেখাপ্পা...অবসন্ন মনে হাত বাড়িয়ে গীটার টা’কে আঁকড়ে ধরি...আমার অনেক প্রিয় গীটার...কালো রঙের বডিতে সাদা রঙের চিকন বর্ডার...ছয়টি তারে এলোমেলো আঙ্গুল চালিয়ে টুংটাং আওয়াজ শুনি আর এরই মাঝে কতযে কথা বলা হয়ে যায় আমার প্রিয় গীটার এর সাথে।
সবাই বলে আমি অনেক বদলে গেছি। হ্যাঁ হয়ত ঠিকই বলে। সত্যি বদলে গেছে আমার বাইরে’টা, বদলে গেছে আমার চিরচেনা সেই উচ্ছলতা, চঞ্চল, সদা হাসিখুশি আর ভীষন ছটফটে স্বভাবের সেই মেয়েটা আজ সময়ের যাতাকলে পিষে পিষে কেমন যেন বড্ড ক্লান্ত। কিন্তু একটুও বদলায়নি আমার আমি’টা। এখনও সে পাঁচ বছরের শিশুর মত বায়না ধরে, খুব খুশিতে চিৎকার করে লাফিয়ে ঊঠে, এখনও সে আইসক্রিম না পেলে মন খারাপ করে, ঝুম বৃষ্টিতে মা’এর বকুনি উপেক্ষা করে ভিজতে না পারলে গাল ফুলিয়ে বসে থাকে, অবুঝ কিশোরীর মত কারনের চেয়ে অকারণেই খিলখিলিয়ে হেসে লুটিয়ে পরতে ভালোবাসে, দলবেঁধে হৈ হুল্লোড়ে মেতে ঊঠে সুযোগ পেলেই, যে কোন জিনিস নিয়ে বাজি ধরে জিততে ভালোবাসে, হেরে গেলে নিজেকে শাস্তি দেয় যা তাঁর নিজস্ব বিধান। সেইখানটাতে কোন লজিক খাটেনা, এইখানে তাঁর খুব বেশি স্বেচ্ছাচারিতা যা অনেকেরই ভালোলাগেনা।
ইদানীং তাঁর একটা বাতিক দেখা দিয়েছে। নিজেকে আড়ালে রাখার বাতিক। খুব সহজেই কেমন করে যেন নিজেকে লুকিয়ে ফেলতে পারে আজকাল। কিছুতেই কারও কাছে নিজের ভেতরটাকে ওপেন করতে চায়না। হজম শক্তিও বেড়েছে অনেক, এইতো চাই। সব কিছু থেকে নিজেকে লুকিয়ে রাখার মজাই আলাদা, যে জগতটা’কে কেউ বুঝেনা, কেউ বুঝতেও চায়না সেই জগতটা’কে জনসমক্ষে ওপেন করার কি মানে হয়? তার চেয়ে বরং এই ভালো সেই জগতে একা একা রাজত্ব করা। সবার অগোচরে সেই জগতে নিজের মনে নিজের মত করে ঘুরে বেড়ানো...স্বাধীনভাবে, কোন বাধা নেই, নেই কোন বিপত্তি আর জটিলতা, জবাবদিহিতা নেই আছে কেবল স্বেচ্ছাচারিতা...হা হা হা হা হা...!!!
ব্যস...আর কি চাই? সেই জগতটা’কে নাইবা জানলো কেউ, নাইবা বুঝলো কেউ সেই জগতের সীমা পরিসীমা...এযে এক অজানা, চিরঅচেনা আর অন্যরকম অদ্ভুত জগত...যা একান্তই নিজস্ব...আর খুব বেশি ব্যক্তিগত...!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন