শুনেছি ভোরের শিশির নাকি
অনেক সুন্দর হয়,
তার রূপ এ মুগ্ধ হয়না এমন
মানুষ খুঁজে পাওয়া দায়,
কত মানুষ কবি হয়েছে সেই
শিশিরের প্রেমে পরে,
কতজন হয়েছে বিশ্বপ্রেমিক ।
শিশিরের ছোঁয়া পেয়ে ধন্য মনে
করেছে নিজেকে ।
আমি আজও সেই চোখে দেখিনি
ভোরের শিশির,
দেখিনি তাঁর সেই বাঁধভাঙ্গা,
মাতাল করা রূপের জোয়ার ।
তাঁর স্পর্শে নিজেকে ধন্য মনে
করার ফুসরত পাইনি আজও ।।
যখন ঘাস ফুল ফুটে,
নীলচে সেই ফুলে ঘাস ফড়িং বসে
করে খেলা উড়ে উড়ে, ঘুরে ফিরে,
তখন নাকি অদ্ভুত এক দোলা লাগে মনে,
যা কেবলই অনুভব করা যায়,
বলা যায়না, কাউকে না বুঝানো যায়,
শুধু শিহরন জাগায় মনের গহীনে ।
আমি আজও সেই চোখে দেখিনি
নীলচে সেই ঘাস ফুলের উপর
মত্ত থাকা সেই ঘাস ফড়িং কে ।।
কুমড়োফুলের মাচা যখন
হলদে রঙের ফুলে ফুলে ছেয়ে যায়,
গুনগুন গুনগুন ভ্রমরের গুঞ্জনে
আলোড়িত হয় চারপাশ,
পৃথিবীর সমস্ত বাদ্যযন্ত্রের আওয়াজ
নাকি তখন মলিন মনে হয় ।
আমার শুনা হয়নি আজও সেই অদ্ভুত
মায়াবী ভ্রমরের গুঞ্জন ।।
ভরা পুর্ণিমায় মাঝরাতে যখন
সারা পৃথিবী জোছনা স্নাত হয়,
সমস্ত গাছপালা সাজে স্নিগ্ধতায়,
গভীর রাত হয় আরো গভীর,
মুগ্ধতায় আর মাদকতায় আঁকড়ে
ধরে রাখে নিশাচরদের ।
আমি আজও নিশাচর হয়ে সেই
অপরূপ জোছনা স্নাত হতে পারিনি ।।
বর্ষায় যখন আকাশ কালো মেঘে
ঢেকে যায়, আর বৃষ্টি নামলে
সবাই স্বস্তির নিশ্বাস ফেলে,
দল বেঁধে নেমে যায় বৃষ্টি স্নাত হতে
আমি তখন জানালার পাশে বসে
সেই স্নান দেখি আর ভাবি
“আহা কতইনা আনন্দ তাঁদের মনে”!
আমার আজও সেই আনন্দ নিয়ে
বৃষ্টিতে ভেজা হয়নি ।।
যখন বসন্ত আসে, আকাশে
বাতাসে,বনে-বাঁদারে কি
ভীষন মাতামাতি,
যেন চারপাশে আগুন লাগে,
সেই ফাগুনের লেলিহান আগুনে
জ্বলেপুড়ে ছাই হয় কতনা মানব হৃদয় ।
বসন্তের ওই তীব্র আগুনে
পোড়া হয়নি আমার আজও ।।
সন্ধায় যখন সূর্য্য নামে পাটে
সব পাখি নীড়ে ফিরে,
রাখালেরা অস্থির হয়ে ছুটে চলে
গন্তব্যে, আর কিষানীরা ব্যস্ত হয়
সন্ধ্যা প্রদীপ জ্বালাতে,
কি অদ্ভুত সেই সন্ধ্য প্রদীপের ক্ষীন আলো ।
আর পশ্চিম আকাশে দেখা দেয়
অদ্ভুত আলো আঁধারির খেলা ।
আমি আজও সেই খেলায়
মত্ত হতে পারিনি ।।
তোমাকে সাথে করে সব খেলা
খেলব বলে আজও করি
প্রতীক্ষা, সমস্ত সৌন্দর্য্য তোমাকে
নিয়ে উপভোগ করব বলে
আমি সব দেখেও না দেখার ভান করি ।
তুমি আসবে আসবে করে কেটে যায়
বেলা, সারাবেলা, তারপর সারাজীবন,
দেখা হয়না আমার আর অদ্ভুত প্রকৃতিকে,
খেলা হয়না আমার আর তাঁর সাথে,
হয়ে যায় আড়ি, যা আর ভাঙ্গেনা...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন