তোমরা কখনও সাদা কাগজ দেখেছো?
ধব্ধবে সাদা কাগজ?
আমার একটা সাদা কাগজ লাগবে,
দেবে কেউ একটা সাদা কাগজ?
আমি একটা ফুল বানাবো
সাদা গোলাপ,
তারপর তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো,
যদি সে আসে একবার,
তার হাতে তুলে দিয়ে বলব...
তুমি তোমার মনের মত করে
রাঙ্গিয়ে নিও একে।
আমার একটা সাদা কাগজ লাগবে...।
আমি একটা চিঠি লিখব,
তাতে থাকবেনা কোন ভাষা,
যদি সে আসে একটিবার,
চুপি চুপি তার হাতে গুঁজে দিয়ে
বলব, যা মনে আসে লিখে নিও তুমি।
আমার একটা সাদা কাগজ লাগবে...।
আমি একটা নৌকা বানাব,
সে নৌকায় থাকবেনা কোন পাল,
যদি সে ভুল করে চলে আসে,
আমি খুব কাছে গিয়ে বলব তারে
এই নাও আমার ভালবাসায় ভরা
একটুকরো সাদা কাগজ,
তা দিয়ে পাল তুলো তোমার রঙ্গিন না'য়,
আমার একটা সাদা কাগজ লাগবে...।
আমি একটা ক্যানভাস বানাব...
ধবধবে সাদা ক্যানভাস,
যদি ফিরে আসে সে একটিবার,
একটা রঙ্গিন তুলি তুলে দিব
তার হাতে, আর বলব তারে...
তোমার মনের সবটুকু মাধুরী
দিয়ে রাঙ্গিয়ে নিও আমার
এই প্রিয় ক্যানভাস' টারে।
আমার একটা সাদা কাগজ লাগবে...।
আমি এটা নিয়ে শুধু অপেক্ষা
করব, যদি সে আসে ভুল করে,
তার হাতে হাত রেখে শেষবারের
মত আকুতি জানাব আমার,
বলব তারে এই নাও সাদা
কাগজ, যদি পারো আমার জন্য
একটা কবিতা লিখো...।।
আমার একটা সাদা কাগজ লাগবে...
আমি তা দিয়ে একটা ডামি বানাব
হৃৎপিন্ডের ডামি,
যদি কখনও সে আসে,
সেই ডামিটা তার হাতে তুলে দিয়ে বলব
এই নাও আমার হৃৎপিন্ড,
এটাকে যদি পারো সচল করো ।।
আমার একটা সাদা কাগজ লাগবে...
ধব্ধবে সাদা কাগজ ...
তোমরা দেবে কেউ একটা সাদা কাগজ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন